ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত

FILE PHOTO: U.S. President Donald Trump waves prior to departing on a trip to Wisconsin from the White House in Washington, U.S., October 24, 2018. REUTERS/Cathal McNaughton/File Photo - RC1C71EBBBD0
বিশ্বের বেশিরভাগ দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। তবে চীনা পণ্যের ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, অন্যান্য দেশের ক্ষেত্রে ট্রাম্প নমনীয় হলেও চীনের উপর আরোপিত শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
বুধবার ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প বলেন, ৯০ দিনের জন্য পালটা শুল্ক স্থগিত করেছি। এই সময়ে ১০ শতাংশ পালটা শুল্ক কার্যকর থাকবে।
তিনি লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান, তার ভিত্তিতে আমি ঘোষণা করছি যে, চীনের উপর আরোপিত শুল্ক এখন থেকে ১২৫ শতাংশ হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। আশা করি খুব শিগগিরই, চীন বুঝবে যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে ঠকিয়ে চলা আর টেকসই নয় এবং একেবারেই গ্রহণযোগ্য নয়।
ট্রাম্পের এই ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে রীতিমতো উল্লাস দেখা যায় বলে জানিয়েছে সিএনএন। ডাউ সূচক এক লাফে ২,২০০ পয়েন্ট বা ৫.৯% বেড়ে গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬.৫% এবং নাসডাক সূচক ৮% পর্যন্ত বৃদ্ধি পায়। গত সপ্তাহে ট্রাম্প যে উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছিলেন, তা বাজারে ধস নামিয়েছিল।
উল্লেখ্য, বিশ্বের বেশিরভাগ দেশের বিরুদ্ধে ট্রাম্পের শুল্প আরোপের এই ক্যাম্পেইনে নিশানায় ছিল বাংলাদেশও। ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ঘোষণার পরপরই প্রধান উপদেষ্টা ড. ইউনূস এক চিঠিতে তিন মাসের জন্য এই বাড়তি শুল্প আরোপের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ করেছিলেন ট্রাম্পকে।