০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

স্টান্টম্যান মনিরের মৃত্যু : শাকিবকে যে ‘শিক্ষা’ দিলেন রত্না

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক : চিত্রতারকা শাকিব খান বর্তমানে ‘তাণ্ডব’ নামের একটি ছবির শুটিং চলছিলো রাজশাহীতে। এই ছবির শুটিংয়ের সময় শাকিব খানের স্টান্টম্যান মনির মারা গেছেন। এটি ৩ মে’র ঘটনা। ওই দিন মনির স্টান্ট দেন শাকিব খানের। এরপর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এই স্টান্টম্যান। অভিযোগ উঠেছে, মনিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শাকিব তাকে দেখতে যাননি, তার পরিবারের সঙ্গেও কথা বলেননি। মনিরের আকস্মিক মৃত্যুর পর চিত্রনায়িকা রত্না এই ঘটনা নিয়ে শাকিবকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। রত্নার সেই ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-

সুপ্রিয় খান সাহেব!
ওই যে যুগের পর যুগ হাততালি পেয়ে যান, ভিলেনের উপরে উড়ে এসে পড়েন, নায়িকাকে ভিলেন থেকে বাঁচান, সেই পুরো কৃতিত্ব কিন্তু দর্শক না জানলেও আপনার আমার জানা, কাদের…।

কাল আপনারই তান্ডব শুটিং সেটে স্টান্টম্যান মনির অসুস্থ হয়ে পড়ে, পরবর্তীতে মৃত্যু হয়। শুনেছি, আপনি একটিবারও ছেলেটির কাছে হসপিটালে বা ছেলেটির পরিবারের কাছে এখন পর্যন্ত যাননি। এগুলো নতুন নয় আপনার, আপনি কখনোই পিছনের গল্প মনে রাখেন না, মনে রাখারও দরকার নেই।
আপনার প্রেমিকা প্রায়োরিটি বরাবরই ছিল, নায়িকা সিলেকশনের ক্ষেত্রেও। অনেক উঠতি নায়িকার স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছিল, বেকারত্বকে বরণ করে আপনার চাইতেও অনেক কর্মঠ নায়িকা দেশ ছেড়েও চলে গিয়েছিল। এটা অবশ্য আপনার দোষ না, পর্দার নায়ক হিসেবে আপনি সত্যিই অতুলনীয় অসাধারণ। সেটা নিয়ে দুঃখ নেই।

এখন বাস্তবের নায়ক হয়ে দেখান, সিনেমা থেকে অনেক পেয়েছেন অনেক নিয়েছেন। এখন দিতে শিখুন। যতই ইংরেজি শেখেন, পাকিস্তানি ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলে বাহবা পান। আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ।

আজকের এই শাকিব খান হওয়ার পিছনে যে অবদানগুলো পিছনের মানুষগুলোর ছিল, আর কেউ না জানলেও আপনি কিন্তু জানেন। সব ভুলে যান দুঃখ নেই। কিন্তু যারা এখনো আপনার সাথে লেগে আছে, তাদেরকে ভুলে যাবেন না, তাদের পাশে একটু দাঁড়াবেন আশা করছি। স্টান্টম্যান মনিরের পরিবারের জন্য অবশ্যই কিছু করবেন প্রত্যাশা রাখলাম।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:২৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
৩৯

স্টান্টম্যান মনিরের মৃত্যু : শাকিবকে যে ‘শিক্ষা’ দিলেন রত্না

আপডেট: ১০:২৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চিত্রতারকা শাকিব খান বর্তমানে ‘তাণ্ডব’ নামের একটি ছবির শুটিং চলছিলো রাজশাহীতে। এই ছবির শুটিংয়ের সময় শাকিব খানের স্টান্টম্যান মনির মারা গেছেন। এটি ৩ মে’র ঘটনা। ওই দিন মনির স্টান্ট দেন শাকিব খানের। এরপর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এই স্টান্টম্যান। অভিযোগ উঠেছে, মনিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শাকিব তাকে দেখতে যাননি, তার পরিবারের সঙ্গেও কথা বলেননি। মনিরের আকস্মিক মৃত্যুর পর চিত্রনায়িকা রত্না এই ঘটনা নিয়ে শাকিবকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। রত্নার সেই ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-

সুপ্রিয় খান সাহেব!
ওই যে যুগের পর যুগ হাততালি পেয়ে যান, ভিলেনের উপরে উড়ে এসে পড়েন, নায়িকাকে ভিলেন থেকে বাঁচান, সেই পুরো কৃতিত্ব কিন্তু দর্শক না জানলেও আপনার আমার জানা, কাদের…।

কাল আপনারই তান্ডব শুটিং সেটে স্টান্টম্যান মনির অসুস্থ হয়ে পড়ে, পরবর্তীতে মৃত্যু হয়। শুনেছি, আপনি একটিবারও ছেলেটির কাছে হসপিটালে বা ছেলেটির পরিবারের কাছে এখন পর্যন্ত যাননি। এগুলো নতুন নয় আপনার, আপনি কখনোই পিছনের গল্প মনে রাখেন না, মনে রাখারও দরকার নেই।
আপনার প্রেমিকা প্রায়োরিটি বরাবরই ছিল, নায়িকা সিলেকশনের ক্ষেত্রেও। অনেক উঠতি নায়িকার স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছিল, বেকারত্বকে বরণ করে আপনার চাইতেও অনেক কর্মঠ নায়িকা দেশ ছেড়েও চলে গিয়েছিল। এটা অবশ্য আপনার দোষ না, পর্দার নায়ক হিসেবে আপনি সত্যিই অতুলনীয় অসাধারণ। সেটা নিয়ে দুঃখ নেই।

এখন বাস্তবের নায়ক হয়ে দেখান, সিনেমা থেকে অনেক পেয়েছেন অনেক নিয়েছেন। এখন দিতে শিখুন। যতই ইংরেজি শেখেন, পাকিস্তানি ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলে বাহবা পান। আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ।

আজকের এই শাকিব খান হওয়ার পিছনে যে অবদানগুলো পিছনের মানুষগুলোর ছিল, আর কেউ না জানলেও আপনি কিন্তু জানেন। সব ভুলে যান দুঃখ নেই। কিন্তু যারা এখনো আপনার সাথে লেগে আছে, তাদেরকে ভুলে যাবেন না, তাদের পাশে একটু দাঁড়াবেন আশা করছি। স্টান্টম্যান মনিরের পরিবারের জন্য অবশ্যই কিছু করবেন প্রত্যাশা রাখলাম।