মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়ার বিরুদ্ধে ব্যবস্থা : মুজিবনগরে উপদেষ্টা
মেহেরপুর প্রতিনিধি: ‘ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে ইতিমধ্যেই সরকার পদক্ষেপ নিয়েছে। যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয়ে সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ২ হাজার ৭শর উপরে মামলা আদালতে চলমান রয়েছে। এ মামলাগুলোর নিষ্পত্তি শেষে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’
আজ বৃহস্পতিবার ঐতিহাসিক মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে পুস্প্যমাল্য অপর্ণ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম এ কথা বলেন।
তিনি বলেন, মুজিবনগর সরকারই সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অম্লান থাকবে। ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সেজন্য সকলকে সম্মিলিতভাবে এই দিবস উদযাপন করতে হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কার করা হবে।
সকালে জতীয় সংগীতের সূরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সুচনা করা হয়। এরপর আনসার ও পুলিশ বাহিনীর সমন্বয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম আস্থায়ী সরকারের গার্ড অব অনার প্রদান কারি জীবিত দুই আনসার সদস্যকে ক্রেস্ট প্রদান করেন। এরপর মুজিবনগর স্মৃতিসৌধে পুস্প অর্পণ করেন। সবশেষে তিনি মুজিবনগরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখেন ।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহেনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মন্ত্রণালয়ের সদস্য ক্যাপ্টেন (অব.) নুরুল হুদাসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।