পুলিশের প্রতি ইশরাকের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইশরাক হোসেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনকে কেউ বাধা দিলে থানা ঘেরাও করা হবে।
সোমবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অনেকেই গ্রেপ্তার হয়েছে, আর কেউ বাকি থাকলে তাদেরও ধরতে হবে। যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেয়া হবে।
গত শনিবার বনানীতে নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে খুন হন পারভেজ। এ ঘটনায় পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে ৮ জনের নামে মামলা করেন।
মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরো পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এদিকে পারভেজ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তারা হলেন—মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।