সাবেক মন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের রাজধানী ঢাকার গুলশান এলাকার বাসা থেকে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানার পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হলেও শনিবার রাত ৮ টার দিকে তাদের থানায় হাজির করা হয়।
তারা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগের মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), জেলা যুবলীগ কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) ও মো. হৃদয় হোসেন (২৪)।
তারা সকলেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনের অনুসারী।
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।