মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
মাগুরা প্রতিনিধি : আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে আজ ৮ দিনের মত মাগুরার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে দুইজন ডাক্তার উপস্থিত ছিলেন। এ নিয়ে মোট ২৯ জনের সাক্ষ গ্রহণকরা হয়েছে। আগামীকাল ৮ মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করেছে বাদী পক্ষ।
সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সকালে কড়া নিরাপত্তার মধ্যে আসামী হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে আদালতে আনা হয়। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল, রাষ্ট্রপক্ষের আইনজীবী বাদী পক্ষের একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। আসামীর পক্ষে আইনজীবী সোহেল আহম্মেদ আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোন বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।