বিসিবির দায়িত্ব নিয়ে যা বললেন বুলবুল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বিসিবি পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি।
সভাপতির দায়িত্ব নেয়ার পর মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে বিসিবির সঙ্গে এ যাত্রায় যুক্ত হওয়ার গল্প শুনিয়েছেন তিনি। বলেছেন, ‘এপ্রিল মাসের শেষের দিকে আমি একটা ফোন কল পাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এনএসসি থেকে। বলা হয়, আপনাকে একটা সুযোগ দেওয়া হবে আপনি কি গ্রহণ করবেন?’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক ফোনেই বিসিবির দায়িত্ব নিয়ে আগ্রহী হন জানিয়ে আমিনুল বলেন, ‘ফোনটা পেয়েছিলাম সম্মানিত ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে। তিনি যখন কলটা করেছেন, তখন পিছনে ফিরে তাকাইনি। শুধু ভেবেছি, কীভাবে সেই ফোনকলটাকে সম্মান করা যায়। তিনি ফোন করায় আমি খুব সম্মানিত বোধ করছি। এখন আমার কাজ দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সবাই মিলে একটা দল। আমরা বাংলাদেশকে সমর্থন করি। সবাই মিলেই দেশের ক্রিকেটের জন্য কাজ করব।’
ক্রিকেট বোর্ডের জন্য নিজের ভাবনা ও ক্রিকেটের উন্নতি নিয়ে বুলবুল বলেন, ‘আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ইনশাআল্লাহ, আমি ফেইল করবো না।’
অপর এক প্রশ্নের জবাবে আমিনুল বলেছেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’
অপর এক প্রশ্নের জবাবে আমিনুল বলেন,‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’
এর আগে গত বৃহস্পতিবার (২৯ মে) সাবেক সভাপতি ফারুক আহমেদকে পদচ্যুত করা হয়। ‘দুর্নীতিপরায়ণতা’ ও ‘স্বজনপ্রীতির’ মতো গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে ৮ পরিচালক অনাস্থা জানানোর পর তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।