মাজারে গামছা মোড়ানো ‘ভারসাম্যহীন’ সমু!
নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী ময়মনসিংহর গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারে উদম গায়ে অচেতন হয়ে পড়ে আছেন। বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক মাধ্যম ফেসবুকে এক ব্যক্তির সচিত্র পোস্টে এমনটা জানা যায়। তাকে দেখে এলাকাবাসী মনে করছেন, উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
তার শরীরের উপরের অংশ নগ্ন ছিলো এবং নিচের অংশে গামছায় পেঁচানো ছিলো।
এই পোস্টটি নজরে আসার পর অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ফেসবুক পোস্টে বলেন, সমুদা এখন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর তত্ত্বাবধানে আছেন। খবর পাওয়ার সাথে সাথে সংগঠন থেকে দ্রুত খোঁজখবর নেয়া হয়েছে। আপাতত আমরা তাকে পার্শ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তার পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের বিশেষ তত্ত্বাবধানে করা হচ্ছে।