সমু চৌধুরীর ‘ভারসাম্যহীন’ অবস্থা : যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ের এক মাজারের পাশে বট গাছের নিচে শুয়ে ছিলেন অভিনেতা সমু চৌধুরী। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকেই বলেন, তিনি নাকি মানসিক ভারসাম্যহীন অবস্থায় সেখানে অনেকদিন বসবাস করছেন।
বিষয়টি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক স্বজন জানান, সমু চৌধুরী ঈদে যশোরের গ্রামের বাড়িতে এসেছিলেন। সবার সঙ্গে ঈদও করেছেন। মঙ্গলবার তার মাকে শুটিং আছে বলে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে বের হন। কিন্তু কীভাবে ময়মনসিংহের মাজারে পৌঁছালেন, তা তারা কেউ বলতে পারছেন না।
ফেসবুকে ছবি ছড়িয়ে পড়ার পর তারা সেখানকার পুলিশের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি সমু চৌধুরীর মাকেও জানানো হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি লেখেন, সমু চৌধুরী আমাদের প্রিয় সমুদা এখন আমাদের তত্বাবধানে আছেন। খবর পাওয়ার সাথে সাথে সংগঠন থেকে দ্রুত খোঁজ খবর নেয়া হয়েছে। আপাতত আমরা তাকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে।
জানা যায়, সমু চৌধুরী এখনও ব্যাচেলর। ঢাকার মিরপুরে তার সঙ্গে থাকেন মা ও ছোট ভাইয়ের পরিবার।