০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম:
চঞ্চল মাহমুদ আর নেই
নিজস্ব প্রতিবেদক: দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। শুক্রবার (২০ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন, ছিলেন লাইফ সাপোর্টেও।
চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতের অন্যতম নাম। প্রায় সাড়ে ৪ দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি।
চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন। একাধিক প্রদর্শনী হয়েছে তার ছবির। বাংলাদেশের অনেক মডেল, অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন।