পরিচালকের সঙ্গে প্রেম : অবশেষে বিয়ে করছেন মেহজাবীন!
নিজস্ব প্রতিবেদক: নাটক ও সিনেমার পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার সেই সম্পর্ককেই পরিণয়ে রূপ দিচ্ছেন তারা।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবীন-রাজীব। এর একদিন আগে ২৩ ফেব্রুয়ারি সম্পন্ন হবে তাদের গায়ে হলুদ। ঢাকার অদূরের এক রিসোর্টে চলছে বিয়ের আয়োজন।
রাজীবের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে শুরু থেকেই নিশ্চুপ ছিলেন মেহজাবীন। যদিও মেহজাবীন ও রাজীবের সম্পর্কের বিষয়টি সর্বপ্রথম প্রকাশ্যে আসে ২০১৯ সালে। সেই সময় ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এ জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। এরপর থেকেই নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে মেহজাবীনের সিনেমা ‘প্রিয় মালতী।’ গত ১৯ জানুয়ারিতে শেষ হওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমাটি। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মেহজবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’।