০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বইমেলায় ৪ নতুন বইয়ের পাঠ উন্মোচন করলেন আতিক হেলাল

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক : একুশে বইমেলার ১৯তম দিনে ৪টা নতুন বইয়ের পাঠ উন্মোচন করেছেন বিশিষ্ট ছড়াকার, বাংলা একাডেমির জীবনসদস্য আতিক হেলাল।

মেলার সোওরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে বুধবার সন্ধ্যায় কবি রুবী শামসুন নাহারের কবিতার বই ‘বসন্ত এসে গেছে, রুনা আক্তার স্বপ্নার কবিতার বই দগ্ধ আলোর মিছিল’এবং রিনা পণ্ডিতের বইয়ের পাঠ উন্মোচন করেন আতিক হেলাল।

এসময় বইয়ের লেখক ছাড়াও আরো উপস্থিত ছিলেন বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্রিয়জন’-এর স্বত্বাধিকারী মোসলেই উদ্দিন, কবি ও অভিনেতা দিলিফ গমেজ, রবিউল আলম সরকার, সারা গমেজ, মোস্তাফিজুর রহমান চিশতী প্রমুখ।

পরে এসএসসি ব্যাচ ৮৯-এর লেখকদের চতুর্থ বই ‘অভিযাত্রা’র পাঠ উন্মোচন করেন ছড়াকতার আসলাম সানী ও আতিক হেলাল। এসময় বইয়ের প্রকাশ কবি মাহাবুবা লাকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
১০৯

বইমেলায় ৪ নতুন বইয়ের পাঠ উন্মোচন করলেন আতিক হেলাল

আপডেট: ০৬:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : একুশে বইমেলার ১৯তম দিনে ৪টা নতুন বইয়ের পাঠ উন্মোচন করেছেন বিশিষ্ট ছড়াকার, বাংলা একাডেমির জীবনসদস্য আতিক হেলাল।

মেলার সোওরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে বুধবার সন্ধ্যায় কবি রুবী শামসুন নাহারের কবিতার বই ‘বসন্ত এসে গেছে, রুনা আক্তার স্বপ্নার কবিতার বই দগ্ধ আলোর মিছিল’এবং রিনা পণ্ডিতের বইয়ের পাঠ উন্মোচন করেন আতিক হেলাল।

এসময় বইয়ের লেখক ছাড়াও আরো উপস্থিত ছিলেন বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্রিয়জন’-এর স্বত্বাধিকারী মোসলেই উদ্দিন, কবি ও অভিনেতা দিলিফ গমেজ, রবিউল আলম সরকার, সারা গমেজ, মোস্তাফিজুর রহমান চিশতী প্রমুখ।

পরে এসএসসি ব্যাচ ৮৯-এর লেখকদের চতুর্থ বই ‘অভিযাত্রা’র পাঠ উন্মোচন করেন ছড়াকতার আসলাম সানী ও আতিক হেলাল। এসময় বইয়ের প্রকাশ কবি মাহাবুবা লাকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।