০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

আতিক হেলালের ছড়ার বই ‘ভূত অদ্ভুত’

নিউজ আপডেট
নিউজ আপডেট

শফিকুল আলম টিটন : অমর একুশে বইমেলা ২০২৫-এ  প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে বরেণ্য ছড়াকার আতিক হেলালের শিশু-কিশোর ছড়ার বই ‘ভূত অদ্ভুত’। বইটি ব্যাপক সাড়া জাগিয়েছে এবারের বইমেলায়। আমিও সংগ্রহ করেছি বইমেলা থেকে।

বইটিতে রয়েছে ছোট-বড় ১৩টি মজার মজার ছড়া। যেমন : আমরা (৬), বিলাই (৭), বই পড়া (৮), ব্যঞ্জনছড়া (৯), চড়া ছড়া (১২), দাদার শিক্ষা (১৪), ডাংগুলি (১৫), ঈদের চাঁদ (১৬), এক থেকে দশ (১৭), ভালো লাগে (১৮), ভুল (১৯), ভূত অদ্ভুত (২০), যমজ (২২) এবং বইভূত (২৩) উল্লেখযোগ্য।

এবারের বইমেলায় বরেণ্য ছড়াকার আতিক হেলালের ছড়ার বই আসাটা আমার কাছে মনে হয়েছে কাকতালীয়। আসলে, আমি বা আমরা অনেকেই জানতাম না, প্রিয় ছড়াকারের ছড়ার বই আসছে। বইমেলার মুখে এসে ঘোষণা শুনতে পেলাম, প্রিয়জন সাহিত্য প্রকাশনী নিয়ে এসেছে আতিক হেলালের ছড়ার বই ভূত অদ্ভুত। আমরাও এই অদ্ভুত ঘোষণায় ভীষণ খুশি হলাম।

বিশিষ্ট ছড়াকার আতিক হেলালের এই পর্যন্ত ১৯টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১৯৯৬ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় তার প্রথম ছড়ার বই ‘মশকরা’ এবং ২০০৬ সালে শিশু একাডেমি থেকে প্রকাশিত হয় ছড়ার বই ‘কোথায় ভূত’। কর্মজীবনে বর্তমানে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত আছেন।

প্রিয় ছড়াকার প্রত্যেকটি বই সংগ্রহ করার মতো। যারা এখনো সংগ্রহ করেননি, সংগ্রহ করতে পারেন। আমরা প্রিয় ছড়াকার ও শিশুসাহিত্যিক আতিক হেলালের দীর্ঘজীবন কামনা করি।

ভূত অদ্ভুত
আতিক হেলাল
প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা ২০২৫
প্রচ্ছদ ও অলঙ্করণ : ইমাম হোসেন নয়ন
প্রকাশক : প্রিয়জন সাহিত্য প্রকাশনী
অনলাইন পরিবেশক : রকমারি.কম
মলাট মূল্য : ১৫০ টাকা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৩৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
৭৬

আতিক হেলালের ছড়ার বই ‘ভূত অদ্ভুত’

আপডেট: ১১:৩৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

শফিকুল আলম টিটন : অমর একুশে বইমেলা ২০২৫-এ  প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে বরেণ্য ছড়াকার আতিক হেলালের শিশু-কিশোর ছড়ার বই ‘ভূত অদ্ভুত’। বইটি ব্যাপক সাড়া জাগিয়েছে এবারের বইমেলায়। আমিও সংগ্রহ করেছি বইমেলা থেকে।

বইটিতে রয়েছে ছোট-বড় ১৩টি মজার মজার ছড়া। যেমন : আমরা (৬), বিলাই (৭), বই পড়া (৮), ব্যঞ্জনছড়া (৯), চড়া ছড়া (১২), দাদার শিক্ষা (১৪), ডাংগুলি (১৫), ঈদের চাঁদ (১৬), এক থেকে দশ (১৭), ভালো লাগে (১৮), ভুল (১৯), ভূত অদ্ভুত (২০), যমজ (২২) এবং বইভূত (২৩) উল্লেখযোগ্য।

এবারের বইমেলায় বরেণ্য ছড়াকার আতিক হেলালের ছড়ার বই আসাটা আমার কাছে মনে হয়েছে কাকতালীয়। আসলে, আমি বা আমরা অনেকেই জানতাম না, প্রিয় ছড়াকারের ছড়ার বই আসছে। বইমেলার মুখে এসে ঘোষণা শুনতে পেলাম, প্রিয়জন সাহিত্য প্রকাশনী নিয়ে এসেছে আতিক হেলালের ছড়ার বই ভূত অদ্ভুত। আমরাও এই অদ্ভুত ঘোষণায় ভীষণ খুশি হলাম।

বিশিষ্ট ছড়াকার আতিক হেলালের এই পর্যন্ত ১৯টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১৯৯৬ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় তার প্রথম ছড়ার বই ‘মশকরা’ এবং ২০০৬ সালে শিশু একাডেমি থেকে প্রকাশিত হয় ছড়ার বই ‘কোথায় ভূত’। কর্মজীবনে বর্তমানে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত আছেন।

প্রিয় ছড়াকার প্রত্যেকটি বই সংগ্রহ করার মতো। যারা এখনো সংগ্রহ করেননি, সংগ্রহ করতে পারেন। আমরা প্রিয় ছড়াকার ও শিশুসাহিত্যিক আতিক হেলালের দীর্ঘজীবন কামনা করি।

ভূত অদ্ভুত
আতিক হেলাল
প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা ২০২৫
প্রচ্ছদ ও অলঙ্করণ : ইমাম হোসেন নয়ন
প্রকাশক : প্রিয়জন সাহিত্য প্রকাশনী
অনলাইন পরিবেশক : রকমারি.কম
মলাট মূল্য : ১৫০ টাকা।