মেহেরপুরে জামাইয়ের হাতে শ্বশুর খুন
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচাশ্বশুর নিহত হয়েছেন। এসময় সবুজের ছুরির আঘাতে শালা আব্দুলাহ আহত হন।
আজ বৃহস্পতিবার (৮ মে) ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন (৪৫) গাড়াবাড়িয়া স্কুল পাড়ার বাসিন্দা এবং মৃত নেককার আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে টাকা জন্য প্রায় আমার বোনকে নির্যাতন করত। তিন দিন আগে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। পরে গতকাল ভোর ৪ টায় আমাদের বাড়িতে আসে। আজ সকালে কথা কাটাকাটির একপর্যায় হঠাৎ চাচাকে ছুরিকাঘাত করে। গটনা স্থলে তার মৃত্যু হয়। এসময় সালা আব্দুল্লাহকেও ছুরিকাঘাত করে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে খবর পেয়ে সেনাবাহিনী, গাংনী থানা পুলিশ এবং স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক সবুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।