০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

একুশে বইমেলায় নতুন বইয়ের পাঠ উন্মোচন

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক : একুশে বইমেলার ২২তম দিনে কয়েকটা নতুন বইয়ের পাঠ উন্মোচন করেছেন বিশিষ্ট ছড়াকার, বাংলা একাডেমির জীবনসদস্য আতিক হেলাল।

মেলার সোওরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে শুক্রবার সন্ধ্যায় ছড়াকার খান কাওসার কবিরের ছড়ার বই ‘ডিগবাজি’র পাঠ উন্মোচন করেন আতিক হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন। আরো বক্তব্য দেন কবি শাহ সিদ্দিক, শাহনেওয়াজ মিঠু, মোহসিন কবির, শাহিন সালমান, সঞ্চয় কবির, শায়েখ শোয়েব প্রমুখ।

এর আগে সকালে একই মঞ্চে কবি ও চিকিৎসক মমতাজ রহমানের অনুবাদ কবিতার বই ‘আমি তোমাকে ভালোবেসেছিলাম’-এর পাঠ উন্মোচন করেন বাংলা একাডেমির উপপরিচালক সাহেদ মন্তাজ ও ছড়াকার আতিক হেলাল। আরো বক্তব্য দেন, কবি আইউব মোহাম্মদ, শাহজালাল বিল্লাহ, শাহ সিদ্দিক, সাহেদ বিপ্লব শামসুল হক বাবু, প্রমুখ।

রুশ কবি আলেকজান্ডার পুশকিনের রুশ ভাষায় রচিত কবিতা বাংলায় অনুবাদ করে প্রকাশ করার জন্য বক্তারা ডা. মমতাজ রহমানের প্রশংসা করেন।

পরে অিতিথিরা আরো কয়েকটি বইয়ের পাঠ উন্মোচন করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
১১৪

একুশে বইমেলায় নতুন বইয়ের পাঠ উন্মোচন

আপডেট: ০৪:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : একুশে বইমেলার ২২তম দিনে কয়েকটা নতুন বইয়ের পাঠ উন্মোচন করেছেন বিশিষ্ট ছড়াকার, বাংলা একাডেমির জীবনসদস্য আতিক হেলাল।

মেলার সোওরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে শুক্রবার সন্ধ্যায় ছড়াকার খান কাওসার কবিরের ছড়ার বই ‘ডিগবাজি’র পাঠ উন্মোচন করেন আতিক হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন। আরো বক্তব্য দেন কবি শাহ সিদ্দিক, শাহনেওয়াজ মিঠু, মোহসিন কবির, শাহিন সালমান, সঞ্চয় কবির, শায়েখ শোয়েব প্রমুখ।

এর আগে সকালে একই মঞ্চে কবি ও চিকিৎসক মমতাজ রহমানের অনুবাদ কবিতার বই ‘আমি তোমাকে ভালোবেসেছিলাম’-এর পাঠ উন্মোচন করেন বাংলা একাডেমির উপপরিচালক সাহেদ মন্তাজ ও ছড়াকার আতিক হেলাল। আরো বক্তব্য দেন, কবি আইউব মোহাম্মদ, শাহজালাল বিল্লাহ, শাহ সিদ্দিক, সাহেদ বিপ্লব শামসুল হক বাবু, প্রমুখ।

রুশ কবি আলেকজান্ডার পুশকিনের রুশ ভাষায় রচিত কবিতা বাংলায় অনুবাদ করে প্রকাশ করার জন্য বক্তারা ডা. মমতাজ রহমানের প্রশংসা করেন।

পরে অিতিথিরা আরো কয়েকটি বইয়ের পাঠ উন্মোচন করেন।